বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
মোঃ আলম- কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্মিলিত নাগরিক ফোরামের (জামায়াত সমর্থিত) মেয়রপ্রার্থী সরওয়ার কামাল। বৃহস্পতিবার ২৫শে মে দুপুরে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তিনি।
সরওয়ার কামাল বলেন- মনোনয়নপত্র জমাদানের পর থেকে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। আমার সঙ্গে যেসব কর্মী সমর্থক কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে হুমকি প্রদান করা হচ্ছে। ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হচ্ছে। এমতাবস্থায় আমার কর্মী সমর্থকদের নির্বাচন পরিচালনায় জীবন ঝুঁকি আশঙ্কা করছি। আমি তাদের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন- ইভিএমে ভোটগ্রহণ নিয়ে সাধারণ মানুষের প্রচুর সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। এ পর্যন্ত ইভিএমের কোনো নির্বাচন জনগণকে সন্তুষ্ট করতে পারেনি। এছাড়া বিরোধী দলসমূহ বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু বিবেচনায় রেখে পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম। যারা আমার সঙ্গে নির্বাচনী প্রচারণায় এ পর্যন্ত সময় দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
পৌরবাসীর উদ্দেশ্যে সরওয়ার কামাল বলেন- অতীতে যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে-দুঃখে থাকবো।
প্রসঙ্গত, সরওয়ার কামাল একসময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে দীর্ঘদিন প্রকাশ্যে ছিলেন না। তারপরও জামায়াত সমর্থিত হয়ে একাধিক বার নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের পর গতবারের আগের বার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। তবে রাষ্ট্রবিরোধী মামলার আসামি হয়ে বহিষ্কার হয় সরওয়ার কামাল।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com