মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকাল আটটা থেকে শুরু হয় চাল বিতরণ কার্যক্রম, শিবনগর ইউনিয়নের মোট ৬৬৬৩ জনকে ১০ কেজি করে ভিজিএফ এর এই চাউল দেওয়া হয়েছে। চাউল বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সচিব প্রদীপ কুমার অধিকারী, প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায়, ৭ নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু,মহিলা সদস্য মঞ্জুয়ারা বিউটি, হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধন শেষে নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের তদারকি করেন চেয়ারম্যান ছামেদুল ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিবনগর ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন অত্র ইউনিয়নের সদস্যগণ, মহিলা সদস্যগণ গ্রাম্য পুলিশগণ আনসার ভিটিভির সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সার্বিক সহযোগিতা করার জন্য আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার অত্র ইউনিয়ন পরিষদে খুব সুশৃংখলভাবে বিতরণ করা হচ্ছে, নারী পুরুষকে আলাদা আলাদা লাইনে দাড় করানো হয়েছে,সঠিক মাপে চাউল দিতে ডিজিটাল পাল্লায় মাপা হচ্ছে। আশা করি শেষ পর্যন্ত কোন বিশৃঙ্খলা হবে না সুশৃংখলভাবে আমরা এই কার্যক্রম শেষ করতে পারব।