রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন উজান গ্রাম ইউনিয়নের বৃত্তি পাড়া এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দ্বিপক্ষীয় অস্ত্র মহড়াও দেওয়া হয়।
এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সাংবাদিক ভিডিয়ো ধারণ করতে গেলে গেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ফোন ছিনিয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে উজান গ্রাম ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মজিদ গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্কর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
এরই জের ধরে রবিবার (৬ই আগস্ট-২৩ইং) সন্ধ্যায় মজিদ গ্রুপের লোকজন বক্কর গ্রুপের লোকজনের উপর আক্রমণ করে। এরপর বক্কর গ্রুপের লোকজন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিলে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়া শুরু হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ভিডিয়ো ধারণ করতে গেলে ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের কাগজ পত্রিকার ইবি থানা প্রতিনিধি মাসুম রহমানের মুঠোফোনে ছিনিয়ে নেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।
এছাড়াও নিজেকে সচিবের ভাই পরিচয় দিয়ে ওই সাংবাদিককে মারতে উদ্যত হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এবিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দাবি জানান।
এবিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আন নূর যায়েদ বলেন, পুলিশ নিয়ে আমি শক্ত অবস্থানে আছি।যে যতো বড়ো পরিচয় ধারীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।