শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইয়ানুর (২৮) নামে একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত ইয়ানুর(২৮) কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মুসা মন্ডলের ছেলে ও ওয়ার্ড বিএনপি নেতা ফজলু মন্ডলের ভাতিজা।
ইয়ানুরের পারিবারিক সূত্রে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের নির্দেশে ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ও সেক্রেটারী হাবলু মোল্লার নেতৃত্বে ২০-২৫ জনের ক্যাডার বাহিনী নাছিম পিতা সলিম মালিথা, আসাদুল পিতা নুজদার শরিফ পিতা মনসের বিশ্বাস,রাজ্জাক পিতা বিশাস, কামিরুল পিতা বিশাসরত, নাজমুল পিতা শহিদ লিটন পিতা মুনবা, আলী রবিউল পিতা ইতাহার, সাগর(৩০) পিতা কেরামত, ইয়ানুরের ওপর হামলা চালায়।
তারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০শয্য বিশিষ্ট হাসপাতালে চিকিৎসারত আছেন।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হামলার ঘটনার সংবাদ মাত্রই পুলিশ সেখানে পৌছায় এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হবে।