রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
নাসির উদ্দীন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, কাপড় ও টিন বিতরন করেছে নীলফামারী জেলা পরিষদ।
সোমবার ১৪ই ফেব্রুয়ারী দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এসব বিতরন করেছেন।
জয়নাল আবেদীন জানান- গতকাল রাতেই বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয় পরে একে একে ২১টি বাড়ি পুড়ে যায়, আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৭টি পরিবার।ক্ষতিগ্রস্ত সকল পরিবারেই খুবেই গরীর, খেটে খাওয়া মানুষ। তারা সকলেই আজ নিঃস্ব। তাদের পাশে কিছুটা সহযোগীতার হাত বাড়িয়েছে জেলা পরিষদ।
তিনি আরও বলেন- আমরা প্রতিটি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন, খাদ্যসামগ্রী, শীতবস্ত্র আর কাপড় দিচ্ছি, যাতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে।
উল্লেখ্য, গতকাল রবিবার রাত সাড়ে ৯ টায় পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ২১টি পরিবার সর্বস্ব হারিয়েছে। নীলফামারী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।