সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী থেকে রংপুর পর্যন্ত ধাওয়া করে আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৫ই সেপ্টেম্বর দিবাগত রাতে রংপুর মহনগরের সাত মাথা মোড় থেকে তাদের গ্রেপ্তার করে নীলফামারী সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুন্দমালঞ্চ গ্রামের খাইরুজ্জামানের ছেলে মোঃ বাবুল(৩২), মাগুড়া জেলা শ্রীপুর থানার তাড়াউজিয়াল উত্তর পাড়া গ্রামের আহাদ আলীর ছেলে মোঃ ওয়াসিম খান(২২) ও নাটোর জেলার সিংড়া থানার মহেশচন্দ্রপুর গ্রামের মোঃ মনতাজের ছেলে মোঃ নাসির(২৪)।
বুধবার ৬ই সেপ্টেম্বর দুপুরে নীলফামারী জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানানো হয় সদর উপজেলার সংগলশী কাজীরহাট এলাকা থেকে গরু চুরি করে পিকআপে করে নিয়ে সৈয়দপুরের দিকে পালিয়ে যায় চোর চক্র।
এ খবরে পুলিশের চারটি অভিযানিক টিম তাৎক্ষনিক চোরকে ধরতে অভিযান শুরু করে। এরমধ্যে একটি টিম সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে, একটি টিম সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে, একটি টিম নীলফামারী সদরে এবং একটি টিম সৈয়দপুর রংপুরে মহসড়কে অভিযান পরিচালনা করে।
এসপি গোলাম সবুর বলেন, সৈয়দপুর-রংপুর মহাসড়কে তারাগঞ্জ এলাকায় গরু সহ ওই পিকআপের দেখা মিললে চোর চক্র দ্রæত গতিতে পিকআপটি চালিয়ে পালাতে চেষ্টা করে।
এসময় সদর থানার অফিসার ইনচার্জ ওই চোরদের ধরতে তাদের ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে রংপুর মহানগরের সাত মাথা মোড় থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারী সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম বলেন, সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ এলাকায় গরু সহ আমরা ওই পিকআপটিকে দেখতে পাই।
পিকআপকে দেখা মাত্রই আমরা তাদের থামতে বললে তারা গাড়ী না থামিয়ে আরও দ্রæত বেগে চালিয়ে পালিনোর চেষ্টা করে। আমি নিজেই গাড়ী চালিয়ে তাদের ধরতে ধাওয়া করি।
ধাওয়ার এক পর্যায়ে রংপুর মহানগরের সাত মাথা এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় আহত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং কয়েকজন চোর পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) জয়ন্ত কুমার সেন ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।