শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরিনারায়ণপুর অঞ্চল শাখার উদ্যোগে হরিনারায়ণপুরে দু’দিনব্যাপী প্রকাশনা উৎসব ২০২৫ সম্পন্ন হয়।
গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৫ইং কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০টায় দু’দিনব্যাপী এই প্রকাশনা উৎসব উদ্বোধন করা হযেছিল।
প্রকাশনা উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্বাস আলী ও হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুকসহ স্থানীয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। দু’দিনব্যাপী এই প্রকাশনা উৎসব শেষ হয় (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।