বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিপ্লব(২৭), বাপ্পা(৩২), রিতা(৪০), শ্রাবন্তী(১৮), বর্ষা(১০), দিপ(৩), দিগন্ত(৩)। তাদের বাড়ি চন্দনাইশে বলে জানা গেছে।
জানা যায়, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে।
এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার সাদেক হোসেন বলেন, চারিয়ার ইজতেমা মাঠ সংলগ্ন জায়গায় বাস-অটোরিকশার সংঘর্ষে সাত জন মারা গেছেন। খবর পেয়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ জানান, এ ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে। বাস ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।