মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের দিনমজুর রাজমিস্ত্রী আতিয়ার রহমানের স্ত্রী কহিনুর বেগম এর অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বলেছে এখনে অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন, কিন্তু অপারেশন করতে প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। এতো টাকা কিভাবে যোগাড় করবে দিনমজুর স্বামী। এজন্য বৃত্তবানদের নিকট সহযোগীতা চেয়েছেন কোহিনুর বেগমের পরিবার।
আতিয়ার রহমান জানায় তার স্ত্রী কোহিনুর বেগম দির্ঘদিন থেকে হৃদরোগে ভূগছেন, সে দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনিস্টিটিউট হাসপাতালে ডাক্তার সুভাষ চন্দ্র মন্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে, চিকিৎসকেরা বলেছেন এখনে তার স্ত্রী কহিনুর বেগমের অপারেশন করতে হবে, এজন্য প্রয়োজন ৫ লাখ টাকা, এতো টাকা যোগাড় করা দিনমজুর স্বামী আতিয়ার রহমানের পক্ষে অসম্ভাব, এ জন্য তিনি স্ত্রী কোহিনুর বেগমের জীবন বাঁচাতে সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
তার নিজ নামে নগদ ও বিকাশ
নাম্বার ০১৭১৩-৭৯২৯৩০।