শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ও ডাউয়াবাড়ী ইউনিয়নে ২০এপ্রিল বুধবার ইফতার মাহফিল করেছে আওয়ামী লীগ।
শিমুলবাড়ী বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃমান্নান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃমজিদ, শ্রমিকলীগ নেতা জসিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা এ কে আজাদ, খুটামারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান সরকার সহ উপজেলা ও ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতূবূন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আনিছুর রহমান।অন্যদিকে ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নেকবক্ত উচ্চ বিদ্যালয়ের ইফার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদ হোসেন রুবেল।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।