মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
ক্রিয়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন। ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল- মোবাইল ছেড়ে খেলতে চল।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী হরিনারায়ণপুরে, হনিনারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মোঃ মহিউদ্দিন সভাপতি- হরিনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ, প্রধান বক্তা ছিল মোঃ ফারুক হোসেন- সাধারন সম্পাদক-হরিনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
বিশেষ অতিথি ছিরেন- সরকার আক্তারুজ্জামান টগর- সাংগঠনিক সম্পাদক-কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগ, আব্দল বারী বিশ্বাস-কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগ, উদ্বোধক মোঃ আননুর যায়েদ বিপ্লব- অফিসার ইনচার্জ, ইবি থানা, প্রধান আলোচক মেহেদী হাসান সম্রাট চেয়ারম্যান হরিনারায়নপুর ইউনিয়ন পরিষদ।
আমন্ত্রিত অতিথি ছিরেন- মোঃ গোলাম ফারুক প্রধান শিক্ষক হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি ইকরামুল হক হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
আরও উপস্থিত ছিলেন- মোঃ আদ্বিপুজ্জামান সংগ্রাম সভাপতি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ। হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুকের ফিতা কাটার মাধ্যমে উদ্বোধনী খেলা শুরু হয়। টূর্নামেন্টের প্রথম খেলায় তরুণ সংঘকে পরাজিত করে বিজয় লাভ করে ডাইনামাইটস ক্রিকেট টিম।
উক্ত খেলাটি বেশ জাকজমক পূর্ণ ভাবে সমাপ্ত হয় এবং টূর্নামেন্টের প্রথম পুরষ্কার ফ্রিজ বিজয়ী দলকে প্রদান করা হবে। টূর্নামেন্টের পরিচালনায় আছেন রাকিব হাসান রকি, সোহাগ, আলিফ, নাজমুল।