রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা’র পদোন্নতি ও বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহঃবার সন্ধ্যায় ডোমার থানা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন থানা কর্তৃপক্ষ। থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসআই শাহ আলমের সঞ্চালনায় বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, তার সহধর্মীনী সাদিয়া তানজিন অরিন, এসআই কমলেশ চন্দ্র বর্মণ, লুৎফর রহমান, মিজানুর রহমান, রবিউল আউয়াল, এএসআই জেসমিন আক্তার, প্রফুল্ল কুমার, মিজানুর রহমান, কনষ্টেবর মজনু মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিদায়ী পরিদর্শককে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। তিনি ২০১৭ইং সালে সৈয়দপুর ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন শেষে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ডিমলা থানায় এবং ২০২১ইং সালের জুন মাসে সালে ডোমার থানায় যোগদান করে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে পদোন্নতি পেয়ে পঞ্চগড় জেলায় যোগদান করবেন বলে থানা সুত্রে জানা যায়।