রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষ্যে স্বল্পমূল্যে উপকার ভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৯শে মার্চ সকাল ১০টায় হরিণচড়া ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল রানা’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক প্রমূখ সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এ বিষয়ে হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা জানান আমার ইউনিয়নে ১৫৯৭ জন হতদরিদ্র মানুষ টিসিবির পণ্য পাচ্ছ।