বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য় প্রান্তিক মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) সকালে উপজেলার হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল রানা।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, শ্রী সুধীর চন্দ্র রায়, আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল ওহাব প্রমুখ।
অনুষ্ঠানে হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।