শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নব-নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা আইন শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় বিধি-নিষেধ প্রয়োগের মাধ্যমে সামাজিক মূল্যবোধ উন্নয়নে প্রশাসনিক দায়িত্ব পালনে সচেষ্ঠ।
২০ অক্টোবর ২৩ইং গোপন তথ্যের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউপি‘র দোয়ালীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একটি বাল্যবিবাহ বন্ধ করেন।
জানা গেছে, কণের বাড়ীতে শুক্রবার দুপুর থেকেই বিয়ের আয়োজনকে ঘিরে বিভিন্ন ধরনের রান্না ও সাজ সজ্জার কাজ চলছিল। পরে রাত আনুমানিক ১০টায় বর ও বর পক্ষের লোকজন আসার পর বিবাহের বিষয়টি নিশ্চিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা ও উক্ত ইউপি‘র চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, মেম্বার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিয়ে বাড়ীতে উপস্থিত হন।
এ ঘটনায় বাল্যবিবাহ্ দেওয়ার অপরাধে “বাল্যবিবাহ্ রোধ আইন-২০১৭” এর আওতায় ১৫০০০ টাকা জরিমানা করেন। কন্যার পিতা মোঃ সোহেল রানাকে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন।
বাল্যবিবাহ্ বন্ধের ঘটনায় ইউএনও রুবেল রানা বলেন, তারাগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষা ও সামাজিক মূল্যবোধে যে কোন অপরাধ দমনে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জন-প্রতিনিধিসহ সচেতন মহলের সার্বিক সহযোগীতায় বলিষ্ট ভুমিকায় অবদান রাখার চেষ্টা চলছে যা অব্যাহত থাকবে।