শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
দীর্ঘদিনের বেদখল হওয়া ৩৮শতক জমি ফেরৎ পেলেন পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বাজে শীবপুরে গ্রামের মোস্তাফিজার রহমানসহ ৬ ক্রেতা।
জানা যায়, গত ২০২২ সালে উক্ত গ্রামের আইয়ুব উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমানসহ ৬জন মিলে একই এলাকার গুলশানারা শাহীনের কাছে থেকে জেএল ১০৮ এর ৫২৬ খতিয়ানভুক্ত ৭২৮ দাগে ৩৮ শতক জমি ২৮২০/২২ দলিলমুলে ক্রয় করে খারিজ করে খাজনা প্রদান করে ভেগদখল করেন । দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করলেও গত ২১ ফেব্রুয়ারী বর্নিত জমিতে কাজ করতে গেলে একই গ্রামের মৃত মোফাজ্জল এর ছেলে রফিকুল ইসলাম(৫৫), মৃতঃ খবির উদ্দিনের ছেলে আব্দুল মতিন(৬২), মৃতঃ দুলুৃ মিয়ার ছেলে সাইফুল ইসলাম(২৫), আব্দুল মতিনের ছেলে লিটন মিয়া(৩৩), মৃত মোকলেছার এর ছেলে মোকারুল ইসলাম(৪০), মনিরুল ইসলাম(২৫), নয়ন মিয়া(১৮) ও এজাহারুল ইসলাম(৩৮) জমিতে নিজেদের অংশ রয়েছে মর্মে দাবি করে কাজে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্র দিয়ে মারতে উদ্যত হয় এবং এরপর জমিতে গেলে তাকে হত্যার হুমকি দেয়। অবস্থা বেগতিক দেখে মোস্তাফিজার রহমান পালিয়ে যায়।
এঘটনায় মোস্তাফিজার রহমান পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দীর্ঘদিন ওই জমি পড়ে থাকার পর গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) মোস্তাফিজার রহমানসহ ৬জন ক্রেতা ওই ৩৮শতক জমিতে পাট বীজ বপন ও ইরি ধান রোপন করেছেন।