বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, পৌর মেয়র এজিএম বাদশা।
উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর বসাক। ধুনট সরকারি ডিগ্ৰী কলেজের(ভারপ্রাপ্ত )অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জেমস, কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক রাসেল মাহমুদ, কোরআন তেলাওয়াত করেন সাইম, গিতা পাঠ করেন প্রার্থনা, কবিতা আবৃত্তি করেন লিয়া, নাফিছা, দিনা, ফাইয়াজ আরদীন, আবু ওবাইদা, মাইসাসহ স্থানীয় নেতৃবৃন্দ।