রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে শহরে চুরি বেড়েছে। প্রতি রাতেই কোন না কোন পাড়া-মহল্লার বাসাবাড়িতে চুরি সংঘঠিত হচ্ছে। চোরের দল ঘরের বাইরের কোন কিছুই ছারছেনা। রান্না ঘর বাথরুমের এমনকি ঘরের বাইরের লাইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। সোমবার রাতে শহরের নিউ বাবু পাড়াস্থ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানের বাড়িতে হানা দেয় চোরের দল।http://নীলফামারী জেলা
রান্না ঘরের তালা ভেঙ্গে সবকিছুই নিয়ে গেছে বলে তিনি জানান। এদিকে শহরের শাহীপাড়া, বাবুপাড়া, সবুজপাড়া, কলেজ পাড়া, হাড়োয়া, মাছুয়াপাড়া, জুম্মাপাড়াসহ প্রতিটি পাড়া মহল্লাতেই চুরি ছিচকে চুড়ি বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে।