রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
এসময় সহকারী পরিচালক কমল কুমার বর্মন সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার বন্ধ, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ, তরল বর্জ্য পরিশোধনে ইটিপি স্থাপন এবং চিকিৎসা বর্জ্য নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সকল শিল্প প্রতিষ্ঠানের কারখানার বর্জ্য পরিবেশসম্মতভাবে নিয়ন্ত্রণ ও অপসারণপূর্বক দূষণ নিমন্ত্রণ করে সবুজ শিল্পায়ন গড়ার পরামর্শ দেন। সভায় জেলার বিভিন্ন শিল্প কারখানার উদ্যোক্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।