রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোনালী সকাল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন থানচিতে মহান বিজয় দিবস পালন জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন বিজয় দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

পবিত্র কোরান শরিফ বিতরণ করে আলোড়ন সৃষ্টি করেছেন পুলিশ সদস্য- শামীম রেজা

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে সেই টাকা দিয়ে পবিত্র কোরান মাজিদ কিনে বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ছুটে যান, সিরাজগঞ্জের সমাজকর্মী খ্যাত বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা।

শামীম রেজা(ডিএসবি) তিনি বলেন- সিরাজগঞ্জ জেলার মসজিদ, মাদরাসায় এক হাজার পবিত্র কোরান শরিফ বিতরণ করতে চাই। তিনি আরও বলেন আমার এসব কাজে সার্বিক সহযোগিতা করেন, স্বেচ্ছাসেবী আব্দুল মমিন কলি, ইসমাইল হোসেন, আবদুল আলিম শোয়েব মোহাম্মদ ও আলমগীর হোসেন।

ফেসবুক বন্ধুদের অর্থায়নে শনিবার ১৯শে মার্চ সিরাজগঞ্জ শহর এলাকার একডালা ঘুরকা নুরানি হাফিজিয়া মাদরাসায় ১৮ খানা, উল্লাপাড়ার গোপালপুর গয়াহাট্টা হাফিজিয়া মাদরাসায় ২০ খানা ও ভৈরব দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসায় ১৮ খানা কোরান শরিফ বিতরণ করা হয়েছে। এ পযন্ত জেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসা এতিম খানানায় মোট ৬১৩ খানা কোরান শরিফ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (ডিএসবি)’র সিরাজগঞ্জের সদস্য শামীম রেজা বলেন- আমি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও অসহায়দের জন্য নিরাপদ পানির টিউবওয়েল সংগ্রহ করে দিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছি।

হঠাৎই মনে হলো হাফিজিয়া মাদরাসায় যেহেতু গরিব মানুষদের সন্তানরা পড়াশোনা করে, তাই তাদের মাঝে কোরান শরিফ দেওয়ার জন্য ফেসবুকে পোস্ট দিলে সেখানে বন্ধুদেরও ভালো সাড়া পাই।

পরে অর্থ সংগ্রহ করে কোরান শরিফ কিনে বিতরণ করি।শামিম রেজা তিনি আরও জানান- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধুদের অর্থায়নে সদর উপজেলার বাগবাটি হাট নূরুন আলা-নূর হাফিজিয়া কওমি মাদরাসায় ২০পিচ কালিয়া হরিপুর ইউনিয়নের দীঘল কান্দি হাফিজিয়া মাদরাসায় ২০ খানা, কামারখন্দ থানার মুগবেলাই বাগে জান্নাত ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় ১৫ খানা, সলঙ্গা থানার তেলকুপি রানীনগর নুরানী হাফিজিয়া মাদরাসায় ৫০ খানা, সদরের রতনকান্দি ইউনিয়নের একডালা দারুস সুন্নত নিজামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা লিল্লা বোডিংয়ে ২০ খানা, মারকাজুল উলুম বালিকা মাদরাসায় ২০ খানা, রায়গঞ্জের রাবেয়া বসরী প্রি-ক্যাডেট মহিলা মাদরাসায় ৪০ খানা, সদরের মালশাপাড়া কবরস্থান মাদরাসায় ৮ খানা, রানীগ্রাম কোরআনিয়া হাফিজিয়া কওমি মাদরাসায় ৭ খানা, রতনকান্দি ইউনিয়নের গোবিন্দ পোটল আয়েশা সিদ্দিকা নূরানীয়া মহিলা হাফেজি মাদরাসায় ১৫ খানা, রায়গঞ্জের গোদগতি ইত্তেবাউস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদরাসায় ৩০ খানা, উম্মাহাতুল মুমিনিন (রাঃ) মহিলা মাদরাসায় ৭ খানা, সদর উপজেলার চর হরিপুর মসজিদ ভিত্তিক মাদরাসায় ১০ খানা গোনরগাতি আল-জামিয়াতুল মহিলা হাফিজিয়া মাদরাসায় ৫ খানা, দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ১০ খানা, পৌর শহীদগঞ্জ তালিমুদ্দিন হাফিজিয়া মাদরাসায় ৯ খানা, রহমতগঞ্জ কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় ৩০ খানা, স্টেডিয়াম রোডের তাহফিজুল কোরান মডেল মাদরাসায় ৫ খানা, ভাটপিয়ারী হাফিজিয়া মাদরাসায় ১০ খানা।

এ ছাড়াও কালিয়াহরিপুর ইউনিয়নের মিফতাহুল কাঁচাকোবা কবরস্থান কওমি হাফিজিয়া মাদরাসায় ২০ খানা ও শিয়ালখোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে উম্মে হাবিবা মহিলা মাদরাসায় ৫ খানা, উল্লাপাড়া উপজেলার ঘিয়ালা বারুলাপীর মদিনাতুল উলুম হাফিজিয়া মাদরাসায় ২০ খানা, ছয়বাড়িয়া কবরস্থান হাফিজিয়া মাদরাসায় ১৫ খানা ও সদর উপজেলার বহুলি ইউনিয়নের ধীতপুর রাবেয়া বশরি মহিলা হাফেজিয়া মাদরাসা এবং এতিমখানায় ২৭ খানাসহ বিভিন্ন মাদরাসায় পবিত্র কোরান শরিফ বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com