রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি পোষ্ট দেয়ার ঘটনায় সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে।
ইতিমধ্যেই ওই পোষ্টদাতাকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আটককৃত হাবিব বিন মিজান ইভান পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার শাহিনের ছেলে। আজ সোমবার সকালে হাবিব বিন মিজান ইভান তার ফেইসবুক আইড থেকে বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে পোষ্ট দেয়। এনিয়ে পীরগঞ্জে সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে।
সোমববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রীতি ও আইন শৃংখলা রক্ষার্থে অনুষ্ঠিত মত বিনিময় সভা চলাকালে কুমেদপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বক্তব্য দেয়ার সময় ওই ষ্ট্যাটাস প্রদর্শন করে সংশ্লিষ্ট পোষ্ট দাতাকে আইনের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বিষটির ব্যপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এরপর পীরগঞ্জ থানার পুলিশ গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইভানকে আটক করে। এঘটনায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি ও কাবিলপুর ইউপি চেয়ারম্যান বাদি হয়ে পীরগঞ্জ থানা পুলিশের কাছে লিখিত এজহার দাখিল করার কথা সাংবাদিকদের জানিয়েছে।