বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
নাদিরুজ্জামান মিয়া সিমু- ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রা সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রবীন্দ্রনাথ রায়, প্রদীপ ভট্টাচার্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণরঞ্জন রায়, সদস্য শংকর চন্দ্র সেন, খগেন্দ্র নাথ সেন ও যুব ঐক্য পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ৬ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নারী ঐক্য পরিষদের নেত্রীরা। মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দূর্গা পুজায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন বক্তারা।