সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ৭৮০ পিস ইয়াবাসহ কল্পনা বেগম নামের এক নারীকে আটক করেছে থানা পুলিশ। কল্পনা বেগম(৪৬) জকিগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের আবু সুফিয়ান খোকন মিয়ার স্ত্রী।
শুক্রবার বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌর এলাকার দূর্য্যাকাপন গ্রামের মাদক সম্রাট তুহিনের বাড়ির রাস্তা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ ৩৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী আন্ত: বিভাগীয় ইয়াবা কারবারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার রুমেন আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।