শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
ব্যস্ততম, কর্মময় জীবন থেকে কিছুটা স্বস্তির হেতু প্রতি বছরের ন্যায় এ বছরও বন্ধুত্বের বন্ধন বারইয়ার হাট কর্তৃক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বারইয়ার হাট থেকে ২৩/০২/২৩ইং তারিখ রাত ১০.৩০ মিনিটে ফেনীর স্টার লাইন কাউন্টারের উদ্দেশ্যে রওনা হয়। তারপর ফেনী থেকে রাত ১২.৫০ মিনিটে ঢাকা আব্দুল্লাহ পুরের উদ্দেশ্যে রওনা হই। এসময় বন্ধুত্বের বন্ধনের সকল সদস্য উপস্থিত হন। রওনার পূর্বে স্টার লাইন কাউন্টারে ফটো সেশন ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়।
সকাল ৮.৩০ মিনিটে সকালের নাস্তা করে পদ্মা সেতু ও মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হই এবং ১২.০০ টায় আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্য পদ্মা সেতুতে উপস্থিত হয়। এরপর আমরা সকলে পদ্মানদী ও পদ্মা সেতুর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করি, তারপর কাঠালিয়া ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা করে পদ্মা ব্রিজের নিচে দিয়ে অপরূপ রূপে অবগাহন করে মাওয়া শিমুলিয়া ঘাটে যাওয়া হয়। তারপর দুপুরের খাবারে মোল্লা রেস্তোরাঁয় পদ্মার রূপালী ইলিশ ভোজন করা হয় ও শিমুলিয়া পিকনিক স্পট পরিদর্শন করি। পরবর্তীতে বিকাল ৩টায় দুগ্ধজাত পণ্যের প্রদর্শনি মেলা গুরে তাদের ঐতিহ্যবাহী ধৈ খাওয়া হয়।
তাঁরপর ক্রমান্নয়ে সকল স্পট জিয়া উদ্যান, মুক্তিযুদ্ধ জাদুঘর, মেট্রোরেল ভ্রমণ, রমনাপার্ক, অমর একুশে বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ তাজমহল ও পিরামিড, সোনারগাঁও লোকশিল্প মেলা ও পানাম নগর ঘুরে আনন্দ ভ্রমণ শেষ হয়। এটি আসলে শুধুই আনন্দ ভ্রমণ নয় এর থেকে অনেক কিছু জানার আছে। আনন্দ মূখর চমৎকার ৪দিন অতিবাহিত করে সন্ধ্যায় রওনা হয়ে রাত ৯.১২ মিনিটে ফিরতি পথে আপন গন্তব্যে ফিরে আসি।