রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরে জাসদ ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০শে এপ্রিল বিকেলে রংপুর কারমাইকেল কলেজ অন্নদা মিলনায়তে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও কারমাইকেল কলেজ শাখার সভাপতি এহতেশাম জেমি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বিপ্লব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মহানগর জাসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক জামাল, মহানগর যুবজোটের সভাপতি মিতুল, মহানগর যুবজোটের সাধারণ সম্পাদক তানবীর আহমেদ খান।
এছাড়াও মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম আহমেদ রিজভী, জাসদ ছাত্রলীগ রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি তাসকিন আহমেদ ফয়সাল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সৌরভ, দুর্জয়, জুবায়ের, বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।