রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারে কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নীলফামারী সরকারী কলেজের বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার ১২ই জুন দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকেরা।
এতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী সরকারী কলেজ ইউনিটের সহঃ সভাপতি ও কলেজটির উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শায়লা পারভীন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান ও সহকারী অধ্যাপক নুরুল করিম।
মানববন্ধনে সারাদেশে নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত এবং গফরগাঁও সরকারী কলেজে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান শিক্ষকেরা। এর আগে সকাল এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত একঘন্টার কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
প্রসঙ্গত- গত আটজুন ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজে হামলার ওই ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ১২ই জুন রবিবার সারাদেশে এই কর্মসুচীর ডাক দেয়।