রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্ট মাঠে গড়ায় শনিবার বিকেলে। এর আগে শহরের মৌলভী আছমত আলী খান স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলাকে ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলা। কাকতালীয়ভাবে কুমিল্লা জেলাকেও ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাইবান্ধা, সিলেট, মাগুরা, বরিশাল, কুমিল্লা, কুষ্টিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহনীর দুটি দল। প্রতিদিন ৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে দু‘টি ম্যাচ। যা চলবে ২৮শে জুন পর্যন্ত।
আগামী ১ জুলাই সেমি ফাইনাল ও ৪ঠা জুলাই ফাইনাল খেলা হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু হয় ৫ মাস আগে। এতে ৮টি জোনে ৬৪ জেলা ও সার্ভিস বাহিনী অংশ নিলেও মাত্র ১০টি দল এই আসরের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাদারীপুর জেলায় দীর্ঘদিন পর এতো বড় আয়োজনে খুশি লাগছে। এখান থেকে জাতীয় পর্যায়ে অনেকেই খেলার সুযোগ পাবে। মাদারীপুরবাসীর চাওয়া বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বের সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ মাদারীপুরের মাঠে অনুষ্ঠিত হোক।
এদিকে উদ্বোধনী খেলার অতিথি বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান- ‘সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ মাদারীপুরের মাঠে অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com