শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নেতাকর্মীদের সাথে মধ্য যুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের কবর জিয়ারত করেছেন তিনি।
সোমবার দুপুরে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে মধ্য যুগের সাধক কবি কাজী হেয়াত মামুদের কবর জিয়ারত করেন তিনি । এসময় উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক ও পৌর কমিশনার সাইফুল আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস সালামসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, পীরগঞ্জ হচ্ছে পীর আউলিয়াদের মাটি, এটা শহীদ আবু সাঈদের পীরগঞ্জ এখানে কোনো বৈষম্য থাকবেনা। বৈষম্যহীন আগামীর পীরগঞ্জ উপজেলা গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন শহীদ আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে রাজপথে রক্ত দিয়েছে সেই রক্ত আমরা বৃথা যেতে দিবো না। কোনো অপশক্তিই আমাদের এ জয়কে দমিয়ে রাখতে পারবেনা।