বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারীর উন্নয়ন ও সক্ষমতা আনয়নে রতনকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্বচ্ছল ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ উপলক্ষে আলোচনা সভা রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্তরে ১নং রতনকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার মান উন্নয়ন, বিনা মুল্যে বই বিতরণসহ নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন।
দুর-দুরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা তরান্বিত ও নিয়মিত ক্লাসে উপস্থিতির আগ্রহ বাড়াতে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।
তিনি আরও বলেন- বাল্য বিয়ে বন্ধসহ জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ বাধ্যতামুলক অন্যথায় সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করেন তিনি। এ সময় বিনামুল্যে শিশু জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় স্বাস্থ্য পরিদর্শক প্রদীপ কমার পোদ্দার, ইউপি সদস্য কেএম হারুনার রশিদ ও মোর্শেদা খাতুন কেয়া। অনুষ্ঠানে ইউপি সচিব জুবায়ের ইসলাম,ইউপি সদস্য মোঃ আব্দুল আলিম, জাহাঙ্গীর আলম, রিপন মিয়া, মোতাহার হোসেন,আইনাল হক, মোছাঃ লাবনী খাতুন, মোছা, ভানু খাতুনসহ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য হ্যদয় খান আলিম।