শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে হরিজন সম্প্রদায় ও অন্যান্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে নগরীর রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার প্রধান উপদেষ্টা এটিএম আজম খান। প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজম খান বলেন, ফ্যাসিস্ট সরকার পলায়নের পর এই দেশে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন চাই।
আজম খান আরও বলেন, এই ফেডারেশন যদি সরকারের কোন অঙ্গ প্রতিষ্ঠান হতো, তাহলে সবাইকে মাইকিং করে ডেকে নিয়ে কম্বল বিতরন করা হতো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার উপদেষ্টা আনোয়ারুল হক কাজল। আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সেক্রেটারি মফিজ উদ্দিন সরকার, পেশাজীবী থানা-২ এর অর্থ সম্পাদক আখতারুজ্জামান খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি গোলাম মোস্তফা।