বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলা থানার মধুপুর -মাদারগাছির আল- সেরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কৃতি ছাত্র সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান রবিবার ৯ই জুলাই অত্র কমপ্লেক্স মসজিদে বিকাল ৩ ঘটাকার সময় শুরু হয়।
অনুষ্ঠান আল-হেরা কমপ্লেক্সের সভাপতি ও খয়ের সুতি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও খেলাফত মজলিসের সাবেক আমির অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস শাকুর। আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ আলী ও মোঃ ফরিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আল হেরা হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, অত্র কমপ্লেক্স সদস্য, , অধ্যাপক মাওলানা মোঃ বাকি বিল্লাহ, অধ্যাপক মাওলানা মোঃ জালাল উদ্দিন সহ প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ ছাত্র, অভিভাবক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।