বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারাদেশের মতো রংপুর জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে সদর উপজেলা নতুন মুখ সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলায় ভোটগ্রহণ চলে। পরে রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রবিউল আলম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
রংপুর সদর উপজেলার ৬১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন আনারস প্রতীকে ২৮ হাজার ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির হোসেন কাপপিরিচ প্রতীকে ১৩ হাজার ৬৩৭ ভোট পেয়েছেন।
সেই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে কৃষ্ণ রঞ্জন বর্মন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ১৭ হাজার ১৭৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ফজলার রহমান মাইক প্রতীকে ১৩ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন ফুটবল প্রতীকে ২৯ হাজার ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আরজিনা বেগম প্রজাপতি প্রতীকে ২৮৫১২ ভোট।
এবারে রংপুর সদর উপজেলা নির্বাচনে তিনটি পদে মাঠে নির্বাচন করেন ১৯ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ৬১টি কেন্দ্রে ৩৬৩টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।