শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আপামর প্রিয় মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এর আশু রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সিনিয়র সহঃ সভাপতি আসাদুজ্জামান চিলু, সহঃ সভাপতি রাশেদুর রহমান রাশেদ, সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, কৃষকলীগের সভাপতি মিথুন রায়, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভি, ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপুসহ অন্যান্য নেতাকর্মী প্রমূখ।
এসময় নেতাকর্মীরা জানান- দল-মত নির্বিশেষে তিনি আমাদের অভিভাবক এবং আমাদের ঠিকানা।
আমরা তার হঠাৎ অসুস্থতায় চিন্তিত। আমরা তার দ্রুত আশু রোগমুক্তি কামনা করছি।আল্লাহ পাক উনাকে যেন দ্রুত সুস্থতা দান করেন এবং অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারেন।