শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জে ৬মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ ইপিআই কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও কিশোরগঞ্জে এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাহাগিলি ইউনিয়ন পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন পাড়া মহল্লায় প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ওই ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন, ইউপি সদস্য ডাবলু হোসেন, কিশোরগঞ্জ এপির, প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন, আব্দুল মজিদ, তপুর আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ শিশুফোরামের সদস্যবৃন্দ প্রমুখ।