সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কাচা মরিচের দাম এক হাজার টাকাই প্রমাণ করছে যে, খাদ্য-বাণিজ্য ও শিল্প মন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। তাদের লজ্জা নাই বলেই এখনো পদত্যাগ না করে লম্বা লম্বা কথা বলে যাচ্ছেন। গতকাল ৩রা জুলাই সকালে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতিহীন ক্ষমতাসীন-সাবেক ক্ষমতাসীনদের পাশাপাশি সমসাময়িক শ্রেষ্ঠ প্রতারণার রাজনীতিক বিকাশ নূর-রেজাদের রাজনৈতিক কলঙ্কময় সময়ে আমজনতা দ্রব্যমূল্য বৃদ্ধি-দারিদ্র-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য নীতিবান নেতৃত্বের অপেক্ষায় প্রহর গুনছে।
নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস্ চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।