সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সরকারি তহবিলের টাকায় কোনও পণ্য, সেবা ও কার্য কেনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য গঠন করা হবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)। আর এটা গঠন সংক্রান্ত একটি আইনের প্রস্তাবিত খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনটির নাম- বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন-২০২৩। সোমবার ১৩ই মার্চ মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান- মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। তিনি বলেন, অথরিটির জন্য থাকবে একটি পরিচালনা পর্ষদ। এ পর্ষদের চেয়ারম্যান হবেন পরিকল্পনামন্ত্রী। সরকারি ক্রয়সংক্রান্ত আইনগুলোর প্রতিপালন নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ, সমন্বয়, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করবে অথরিটি । সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ আইনের খসড়া প্রস্তাব করে।