মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় রাজধানীর গুলিস্তানকে ‘রেড জোন’ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ এলাকার যানজট নিরসনে ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে অতীতের মতো এবারও একই চিত্র দেখা যাচ্ছে।
পুলিশ এং ম্যাজিস্ট্রেটসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে এলেই সড়ক থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন হকাররা। চলে গেলেই আবার সড়কে মালামাল নিয়ে বসে পড়েছেন। এ যেন অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের চোর-পুলিশ খেলা।