সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
কমিউনিটি পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি এ শ্লোগানকে সামনে রখে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে জলঢাকার বঙ্গবন্ধু হাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১২ই নভেম্বর শনিবার বিকেলে গোলনা ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)আমিরুল ইসলাম।
বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আঃ ওয়াহেদ বাহাদুর, জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবীর, ওসি(তদন্ত)আঃরহিম, শিমুলবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ জাহেদ আলী, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক, ধর্মপাল ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান।
এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা প্রয়োজন।পুলিশ জনতার বন্ধুত্বে সমাজ থেকে সকল অপরাধ দূর করে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।অনুষ্ঠানটি পরিচালনা করন এস আই উজ্জল সরকার।