মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে এক ডিস ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া রসুলবাগ এলাকার ডিস ব্যবসায়ী সেন্টুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আহত সেন্টু টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৬ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয়।অভিযোগের ভিত্তিতে বিপ্লব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ইয়াসিন পাঠান সেন্টু নয়া শতাব্দীজে জানান- ডিস ব্যবসাকে কেন্দ্র করে পূর্বে তারা আমাকে কুপিয়ে জখম করে।
তারপর আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি, আসামিরা জামিনে বেরিয়ে আমার বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। এবং পূর্বের জের ধরে তারা আজকে আবার আমাকে কুপিয়ে জখম করে ও আমার মেয়ের জামাই সাংবাদিক মারুফ আহমেদ এ ঘটনার প্রতিবাদ করলে তাকে এলোপাতারি মারধর করে গুরুতর আঘাত করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান- ঘটনার ভিত্তিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।