রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ডোমার পৌর এলাকার চিকন মাটি গ্রামের মৃত বাবলুর রহমানের পুত্র রুবেল ইসলাম নামে এক সাংবাদিক ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত সাড়ে আটটায় নীলফামারীর জলঢাকা উপজেলার তিনবট নামক এলাকায়।
সরজমিনে জানা যায়- রুবেল ইসলাম(৩৩) রংপুর থেকে তার অসুস্থ শাশুড়ীকে দেখে ডোমারে ফিরছিল। ডোমার সড়কের জলঢাকার ধর্মপাল ইউনিয়নের তিনবট এবং সলেমানের চৌপথী এলাকার মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রংপুরগামী একটি ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবীর বলেন- লাশ বর্তমানে জলঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়- মৃতঃ রুবেল ইসলাম ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, ডোমার প্রেসক্লাবের সহঃসভাপতি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি।