সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
শামীম ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র সোহাগ(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে।
জানা যায় ৩০শে মে সোমবার সকাল ৮ঃ৩০ মিনিটে সোহাগ ইসলাম তার ভাজতি দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী সাথী আক্তারকে স্কুলে রাখার জন্য বাড়ী হইতে ডিমলা উদ্দেশ্যে আসার পথে পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন ঢাকাগামী অনিতা এন্টারপ্রাইজের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হইলে স্থানীয় লোকজন তাৎক্ষনিক ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লইয়া আসিলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন এবং সাথী আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন- নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।