শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাথে অংশীজনদের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ২০২৫ইং বেলা ৩.৩০টায় উপজেলা প্রশাসন হলরুমে স্থানীয় সরকার সংস্কার, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা প্রশাসন তারাগঞ্জ ওডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর যৌথ আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে অংশীজনদের বিভিন্ন পরামর্শ ও বিগত সময়ের ফ্যাসিস্ট কার্যক্রম নিয়ে ২ ঘন্টাব্যাপী বিভিন্ন সমালোচনা ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার ধারাবাহিক ভাবে গঠনমুলক মতামত প্রদান করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।
মতবিনিময়ে বক্তারা বলেন, গত সরকারের সময়ে স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক ও ভোটাধিকার হরণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলেছিল। স্বাধীন নির্বাচন কমিশন ও ব্যবস্থাপনায় নতুনত্ব এনে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করার আহ্বান করেন। এছাড়াও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম মাত্র বেতন নয়, তাঁদের সমপোযোগী প্রেক্ষাপট বিবেচনা করে বেতন বৃদ্ধি করা জরুরী বলে মনে করেন উপস্থিত অংশীজনের অধিকাংশজন।
সভায় সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, সারাদেশে এভাবে আয়োজিত মতবিনিময় সভায় অংশীজনদের পরামর্শের ভিত্তি স্থানীয় সরকারের ইতিবাচক পরিবর্তন হবে। বিগত সময়ের মতো দলীয় প্রতীক স্থানীয় পর্যায়ের নির্বাচন গুলো আর হবে না বলেও নিশ্চিত করেন। স্থানীয় সরকার সংস্কারের কেন্দ্রীয় বৈঠকে আইন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনসেবা কার্যক্রমসহ নানা বিষয়ে প্রস্তাব করার আশ্বস্ত করেন।
তিনি আরো বলেন, যৌগ্য জনপ্রতিনিধি নির্বাচনের দ্বায়িত্ব জনগণের, বিদ্যমান সাংবিধানিক প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচনী প্রার্থীতা অধিকার প্রয়োগের কোন সুযোগ সরকারের নাই। তাছাড়া অশিক্ষিত বা কম শিক্ষিত ব্যক্তির চেয়ে শিক্ষিতদেরই বেশি দুর্নীতি আমাদের দেশে স্পষ্ট হয়েছে। আপনাদেরই ঠিক করতে হবে, আপনার এলাকায় কোন প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংস্কার কমিশনের ৭ সদস্য, স্থানীয় পর্যায়ের সাবেক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অরাজনৈতিক সুধীজন, সাংবাদিক বৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ছাত্র সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি বর্গসহ মোট ৯০ জন প্রতিনিধি।