মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা: জোবায়দা রহমানের নামে মামলার রায়ের প্রতিবাদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার (৬ আগস্ট) জেলা জজ আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ করে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।
সমাবেশে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মোঃ সোয়েমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, রবিউল আলম প্রামাণিক, সহঃ সাধারণ সম্পাদক নুর আসাদুজ্জামান মিশন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা (সজিব) প্রমুখ।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান রিনো।
সমাবেশে বক্তারা বলেন, আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা দেয়া হচ্ছে, যা এদেশের কোনও মানুষই বিশ্বাস করে না। এই প্রহসনমূলক মামলায় ১৬ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে যা নজিরবিহীন।
সরকারের নির্দেশে গভীর রাত পর্যন্ত মোমবাতি জালিয়ে অতি উৎসাহী হয়ে মামলায় সাজানো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিচ্ছে। এ ধরনের ফরমায়েশি রায় জনগণ মানে না।
এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহঃ সাধারণ সম্পাদক বিপুলার রহমান বিপুল, সিনিয়র আইনজীবী মিজানুর রহমান চৌধুরী, আইনজীবী এস.এম ওবাইদুর রহমান, আশরাফুল আরেফিন চৌধুরী, হুজুর আলী, গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন, সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।