মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
তীব্র যানজট ও প্রখর গরমে বাসের বক্সে থাকা ১৮টি ছাগল মারা গেছে। সেই মৃত ছাগলগুলো সাভারের আশুলিয়ায় সড়কের পাশে ফেলে গেছেন ব্যবসায়ী।
আজ শুক্রবার ৮ই জুলাই ২০২২ইং তারিখ সকাল ১০ টার দিকে সড়কটিতে গিয়ে দেখা গেছে একটি মৃত ছাগলের ওপর আরেকটি ছাগল পড়ে স্তুপের মত হয়ে আছে। প্রতিটি ছাগলের মুখ থেকে রক্ত বের হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার ৭ই জুলাই রাত ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বগাবাড়ি আমেরিকার প্লাজার সামনে মৃত ছাগলগুলো ফেলে যান এক ব্যবসায়ী। বেশ কয়েকজন প্রতক্ষদর্শী গণমাধ্যম কর্মীদের বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার একটি বাস যানজটে থেমে থেমে ঢাকার দিকে যাচ্ছিলো, হঠাৎ বাসটি আমেরিকার প্লাজার সামনে থামে।
এরপর বাস থেকে কয়েকজন লোক নেমে বাসের বক্স থেকে একেরপর এক মৃতঃ ছাগল নামাতে থাকেন। এ সময় ছাগল গুলোর মালিক চিৎকার করে কাঁদতে থাকেন। বাসের বক্সে করে মোট ২০টি ছাগল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। এরমধ্যে ১৮-টি ছাগল মারা গেছে। আর দুই’টি ছাগল কোনো রকম বেঁচে থাকায় তাদের পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে গেছেন।
প্রতক্ষদর্শীরা আরও বলেন- ছাগলগুলো সব বড় বড়। ওই পাইকার এবারই ব্যবসায় এসেছেন। আমরা যতটুকু শুনতে পেরেছি পাবনা থেকে ছাগল গুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে ছাগল গুলো মারা গেছে। প্রত্যেকটি ছাগলের আনুমানিক দাম ১৫-১৭ হাজার টাকা হবে। এই রিপোর্ট লিখা পর্যন্ত সর্বশেষ তথ্যমতে ছাগল গুলো রাস্তার পাশেই পড়ে ছিল। আর কয়েক ঘণ্টা গেলে পচতে শুরু করবে।