বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা দীর্ঘ দেড়যুগ পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওঃ নাবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ. সভাপতি মোকাররম হোসেন, সহ. সভাপতি খালেকুজ্জামান বাবু,সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম। বর্ধিত সভায় ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফুলবাড়ী উপজেলা।