শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ধুনটে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ফুলবাড়ীতে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে রশিদপুর গ্রামবাসীর মানববন্ধন নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত-১ চলমান মামলা সত্বেও মাছ লুট- সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ নড়াইলে ডিবির অভিযান গাঁজাসহ গ্রেপ্তার-১ ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি পীরগাছায় প্রভাব বিস্তার করে মসজিদে তালা বিআরটিএ বাড়তি টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক রাণীশংকৈল সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ কেরানী থেকে রাতারাতি প্রধান শিক্ষক, অবশেষে সাময়িক বরখাস্থ রংপুরে হামলার শিকার ব্যবসায়ীর সংবাদ সম্মেলন জলঢাকায় হাট ইজারা থেকে রাজস্ব আয় দুই কোটি ৫০ লাখের বেশি আদালতের আদেশ অমান্য করে ভুট্টা ছিড়ে নিয়ে যাওয়ার অভিযোগ নড়াইলে সেনা-পুলিশের অভিযানে অস্ত্র সহ আটক ৩ ফুলবাড়ীতে জমিজমার বিরোধে কলাবাগান কাটলেন প্রতিপক্ষরা দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট মাথা চাড়া দিবে নীলফামারীতে তারেক রহমানের খালাতো ভাইয়ের মুক্তির দাবি প্রকাশে ঘুরছে বিস্ফোরক মামলার আসামী কুমিল্লায় র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক

দুই এলাকার দ্বন্দ্বে মাদারীপুরে দোকান-বসতঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকার দ্বন্দ্বে অন্য এলাকার ১৩টি দোকান ও ৪টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, পৌরসভার পশ্চিম খাগদী এলাকার সঙ্গে পার্শ্ববর্তী ঘটমাঝি ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দাদের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম খাগদী এলাকার হেদায়েত হাওলাদার(১৮) নামে এক তরুণ তার বন্ধুদের সঙ্গে ঘটমাঝি ব্যাপারীপাড়া এলাকায় যায়। এ সময় ব্যাপারীপাড়া এলাকার রাজীব ব্যাপারীসহ কয়েকজন তরুণের সঙ্গে হেদায়েতের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পরেই ঘটমাঝি ব্যাপারীপাড়া এলাকার তরুণ ও কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিম খাগদী এলাকায় মহড়া দেয়। মহড়া দিয়ে ফেরার পথে তারা শের-ই বাংলা ক্লাব এলাকার ১৩টি দোকান ও ৪টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গেলে আহত হন পাঁচজন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। এদিকে এ ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্ত দোকানি শাহাদাৎ ফকির বলেন- ঘটমাঝি এলাকার রাজীব ব্যাপারী, মিলন ব্যাপারী, নসু চাপরাশি, মেহেদী ব্যাপারী, সাব্বির ব্যাপারী, সোহাগ ব্যাপারীসহ ২০ থেকে ২৫ জন এসে আমার দোকানে এলোপাথারি কোপানো শুরু করে। আমার দোকানে বিকাশের টাকা, মোবাইল ও কম্পিউটার যা ছিল সব ভেঙেচুরে লুটপাট করে নিয়ে যায়। আমরা এ ঘটনার বিচার চাই।

হামলার ক্ষতিগ্রস্ত আলী হাওলাদার বলেন- হামলাকারীরা আমার নতুন ঘরের সব কয়টি জানালার গ্লাস ইট মেরে ভেঙে ফেলেছে। ঘরের বৈদুতিক মিটার পর্যন্ত ভেঙে দিয়েছে। অথচ এই এলাকায় আমার নতুন বাড়ি। আমার সঙ্গে কারো কোন বিরোধ নাই। তবুও হামলার শিকার হলাম। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চাই, ক্ষতিপূরণ চাই।

শিউলী সাহা নামে আরেক ক্ষতিগ্রস্ত বলেন- আমরা নিরীহ মানুষ। দোকান যেভাবে কুপিয়েছে তাতে কিছু আর বাকি নেই। ভাঙচুর করে ওরা সব লুট করে নিয়ে গেছে। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। খুব অসহায় অবস্থায় আছি আমরা।

অভিযোগের বিষয় জানতে চাইলে ব্যাপারীপাড়া এলাকার রাজীব ব্যাপারী বলেন- পশ্চিম খাগদী এলাকার লোকজন আমাদের ওপর আগে হামলা চালায়। এ কারণে আমাদের এলাকার লোকজন ওদের ধাওয়া করে। তবে ভাঙচুর ও লুটপাটের বিষয়ে আমি জড়িত নই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন- দুই এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ হলেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য এলাকার লোকজন। যারা দোকানপাট ও বসতঘরে হামলা চালায় ওরা সবাই তরুণ ও কিশোর। তাদের নাম পরিচয় পাওয়া গেছে। আমরা থানায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com