বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা খুলনা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে অনুষ্ঠিত। ডিআইজি, খুলনা রেঞ্জ নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার নড়াইল।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম’র নড়াইল জেলা পুলিশ লাইনস্ এ আনুষ্ঠানিকভাবে আগমন উপলক্ষে পুলিশ লাইনস্ ড্রিলসেডে নড়াইল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক, পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
এছাড়াও নড়াইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।