সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুনধারার জন্মই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়ে। আর একারণেই অন্য সকল নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ে বেশি সাহস নিয়ে অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে রাজপথে থাকে নতুনধারার নেতাকর্মীরা।
আজ ১৩ই মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারার ১ যুগ উপলক্ষে ‘নতুনধারার গঠনতন্ত্র ও রাষ্ট্রচিন্তা’ শীর্ষক প্রশিক্ষণ কাউন্সিলে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মোমিন মেহেদী আরও বলেন- নতুনধারার রাজনীতিকদেরকে কঠোর সাধনার রাজনীতিক হিসেবে বাংলাদেশের বুকে নিজেদের অবস্থান জানান দিতে হবে। আর তাই চাই- সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার পাশাপাশি স্বাধীনতা বিরোধী-পরিবারতন্ত্র- স্বৈরতন্ত্রের ধারক-বাহক, সাবেক ভিপি-পিএইচডি-সাবেক মন্ত্রী-এমপিদের কুলাঙ্গার সন্তানদের প্রতারণার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।