বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ২৩শে জুন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরোলে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ।
পুষ্পমাল্য অর্পণ শেষে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, সহঃ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা তাঁতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জামিল আহমেদ, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রুকুনুজ্জামান সরকার লেমন, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বাদ যোহর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা, প্রয়াত আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে দোয়া বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। একই কর্মসূচি জেলার অন্যান্য সকল উপজেলায় পালিত হচ্ছে।