রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভা স্হান মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন প্রতিনিধি দলের সদস্যেরা।
শনিবার সকাল ৯টার দিকে পৌঁছে বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের এ সদস্যেরা।
সারা দেশ থেকে নৌযানে করে যারা জনসভায় আসবেন, তাঁদের জন্য ব্যবস্থাপনার বিষয়গুলো সরেজমিনে দেখে প্রতিনিধি দলটি। এ সময় তাঁরা লঞ্চ ঘাট ও জনসভাস্থল পরিদর্শন করেন।
নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন সারা দেশ জনসভায় পরিণত হবে।
সেখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শনকালে নৌ-প্রতিমন্ত্রী এ কথা বলেন।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন- জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতারা আসছেন। দক্ষিণাঞ্চলের যে ১০ লক্ষাধিক মানুষ এখানে আসবে, তারা যেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারে, তার সব সুযোগ-সুবিধা করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন- আমার ধারণা ১০ লাখের অনেক বেশি মানুষ প্রধানমন্ত্রীর জনসভায় আসবে। সারা দেশের মানুষই সেদিন পদ্মা সেতুর জনসভার দিকে সরাসরি সম্পৃক্ত থাকবে।
নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌ-পরিবহণ মন্ত্রনালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিনশ’র ওপরে বড়-মাঝারি লঞ্চ এ জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
নৌ-প্রতিমন্ত্রী আরও বলেন- বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এত উৎসবমুখর অনুষ্ঠান আর কখনও হয়নি, যেটা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে হতে যাচ্ছে। ১৭ কোটি মানুষের দেশটিই সেদিন থাকবে পদ্মা সেতুর জনসভার দিকে। পুরো বাংলাদেশই ওই দিন জনসভা হয়ে যাবে।
অন্যদিকে- নৌযান শ্রমিকদের বেকার হয়ে পড়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন- শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন এদেশে কেউ বেকার থাকবে না। সবারই কর্মসংস্থান হবে।